আইসিইউতে বিএনপি নেতা সাবিহ উদ্দিন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
29ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার রাত ১১ টার দিকে দলের গুলশান কার্যালয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ডা. ফাইয়াজ শুভর অধীনে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরো জানান, রাতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ বিএনপির সিনিয়র নেতারা রাতেই হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়ে এসেছেন।

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে ২০০৫ সালের অক্টোবর থেকে ২০০৭ সালের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃটেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন সাবিহ উদ্দিন আহমেদ।

পরে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দিলে ২০০৯ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় কাউন্সিলের পর ঠাঁই পান চেয়ারপারসনের উপদেষ্টা কমিটিতে। এরপর থেকে তিনি দলের কূটনীতিক উইংয়ে কাজ করতেন।

কূটনীতিক মহলে তার ভূমিকা নিয়ে একাধিকবার সমালোচনায় পড়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সংশয় ব্যাধিতে ভুগছে: সেতুমন্ত্রী
পরবর্তী নিবন্ধসাবেক বিচারপতি রুহুল আমিনের জানাজা কাল