অভিবাসনের নামে যেন মানবপাচার না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,‘অভিবাসনের নামে যেন মানবপাচার না হয় সেদিকে নজর দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কাজ করতে হবে।’

সোমবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের জন্য ইমিগ্রেশন সহজ করা হবে। এছাড়া তারা যেন প্রতারণার শিকার না হন সেদিকে নজরদারি বাড়ানো হবে। আমরা চাই না নিয়মের বাইরে গিয়ে কেউ সমস্যার সম্মুখীন হোক।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেয়ার আগে দক্ষিণ কোরিয়ায় থাকা অভিবাসী শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলা হয়।

এ সময় দক্ষিণ কোরিয়াতে কর্মরত জুয়েল নামের একজন বলেন,কোনো শ্রমিক মারা গেলে তার লাশ দেশে পাঠাতে যাতে সমস্যা না হয়, সেই ব্যবস্থা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের আশ্বস্ত করে বলেন,কোনো প্রতারণার শিকার যাতে না হতে হয় সেজন্য ইমিগ্রেশনে নজরদারি থাকবেই। তবে বৈধ কর্মসংস্থান নিয়ে যারা যাবেন তাদের ক্ষেত্রে যেন সহজে কাজটি সম্পন্ন হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রবেশপথে ঢালু রাস্তার কারনেই এই মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রশ্নফাঁসে জড়িত ছাত্রলীগ,মিথ্যাচার করেছেন শিক্ষামন্ত্রী: রিজভী