অভিজিৎ হত্যায় প্রতিবেদন দাখিল ১৫ মার্চ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান মনস্ক লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন করে আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্ত এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত নতুন এ তারিখ ঠিক করেন।

উল্লেখ্য, ব্লগার ও লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী নাফিজা আহমেদকে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে কুপিয়ে জখম করে দৃর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার মারা যান অভিজিৎ।

এ হত্যাকাণ্ডের পরদিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রেখে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার
পরবর্তী নিবন্ধঢাকা ক্লাবে চলছে ফোর-জি নিলাম